৬৩তম জন্মদিনে নিজের ঘরে হুমায়ূন আহমেদ
|
|
জন্ম | ১৩ নভেম্বর, ১৯৪৮ কুতুবপুর গ্রাম, কেন্দুয়া, নেত্রকোনা জেলা, বাংলাদেশ |
---|---|
মৃত্যু | ১৯ জুলাই, ২০১২ (৬৩ বছর)[১] নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র |
জীবিকা | লেখক, চলচ্চিত্র নির্মাতা |
জাতীয়তা | বাংলাদেশী |
জাতি | বাঙালি |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়(পি.এইচ.ডি) |
সময়কাল | ১৯৭২-২০১২ |
ধরণ | উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান |
উল্লেখযোগ্য রচনা | জোছনা ও জননীর গল্প, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার |
উল্লেখযোগ্য পুরস্কার | বাংলা একাডেমী পদক একুশে পদক |
দম্পতি | গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩) মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২) |
সন্তান | নোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিত |
আত্মীয় | মুহম্মদ জাফর ইকবাল (ভাই) আহসান হাবীব (ভাই) সুফিয়া হায়দার (বোন)[২] মমতাজ শহিদ (বোন)[২] রোকসানা আহমেদ (বোন)[২] |
গ্রন্থতালিকা
নির্বাচিত উপন্যাস
- দেয়াল (২০১৩)
- নন্দিত নরকে
- শঙ্খনীল কারাগার
- এইসব দিনরাত্রি
- জোছনা ও জননীর গল্প
- মন্দ্রসপ্তক
- দূরে কোথাও
- সৌরভ
- নি
- ফেরা
- কৃষ্ণপক্ষ
- সাজঘর
- বাসর
- গৌরীপুর জাংশান
- নৃপতি (নাটক)
- বহুব্রীহি
- আশাবরি
- দারুচিনি দ্বীপ
- শুভ্র
- নক্ষত্রের রাত
- নিশীথিনী
- আমার আছে জল
- কোথাও কেউ নেই
- আগুনের পরশমণি
- শ্রাবণ মেঘের দিন
- আকাশ ভরা মেঘ
- মহাপুরুষ
- শূন্য
- ওমেগা পয়েন্ট
- ইমা
- আমি এবং আমরা
- কে কথা কয়
- অমানুষ (অনুবাদ)
- অপেক্ষা
- মেঘ বলেছে যাবো যাবো
- পেন্সিলে আঁকা পরী
- অয়োময়
- কুটু মিয়া
- দ্বিতীয় মানব
- ইস্টিশন
- মধ্যাহ্ন (২ খণ্ড একত্রে)
- মাতাল হাওয়া (২০১০)
- শুভ্র গেছে বনে (২০১০)
- ম্যজিক মুনসি'
- আমরা কেউ বাসায় নেই (২০১২)
- মেঘের ওপর বাড়ি (২০১২)
- এপিটাফ
হিমু সংক্রান্ত উপন্যাস
- ময়ুরাক্ষী
- দরজার ওপাশে
- হিমু
- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
- এবং হিমু
- পারাপার
- হিমুর রুপালী রাত্রি
- একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা
- হিমুর দ্বিতীয় প্রহর
- তোমাদের এই নগরে
- সে আসে ধীরে
- আঙ্গুল কাটা জগলু
- হিমু মামা
- হিমুর বাবার কথামালা
- হিমুর নীল জোছনা
- হিমুর আছে জল
- হিমু এবং একটি রাশিয়ান পরী
- হলুদ হিমু কালো র্যাব
- আজ হিমুর বিয়ে
- হিমু রিমান্ডে
- হিমুর মধ্যদুপুর
- চলে যায় বসন্তের দিন
- হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য
- হিমু এবং হার্ভার্ড Ph.D.বল্টুভাই
মিসির আলি সংক্রান্ত উপন্যাস
- দেবী
- নিশিথিনী
- "নিষাদ"
- "অন্যভুবন"
- বৃহন্নলা
- ভয়
- "বিপদ"
- "অনীশ"
- মিসির আলির অমিমাংসিত রহস্য
- "আমি এবং আমরা"
- "তন্দ্রাবিলাস"
- "আমিই মিসির আলি"
- বাঘবন্দী মিসির আলি
- কহেন কবি কালিদাস
- "হরতন ইশকাপন"
- মিসির আলির চশমা (২০০৮)
- মিসির আলি!আপনি কোথায়? (২০০৯)
- "মিসির আলি আনসলভ" (২০১০)
- যখন নামিবে আঁধার (২০১২)
আত্মজীবনী
- বলপয়েন্ট
- কাঠপেন্সিল (২০১০)
- ফাউন্টেইন পেন
- রংপেনসিল (২০১১)
- নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (২০১২)
- হোটেল গ্রেভার ইন
- আমার ছেলেবেলা
- হিজিবিজি (২০১৩)
টিভি নাটক
১৯৮০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য নাটক রচনা শুরু করেন তিনি। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।তার অন্যতম ধারাবাহিক নাটক -
- এইসব দিন রাত্রি
- বহুব্রীহি
- কোথাও কেউ নেই
- নক্ষত্রের রাত
- অয়োময়
- আজ রবিবার
- তারা তিনজন
- আমরা তিনজন
- মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম
0 comments:
Post a Comment