Thursday, September 5, 2013
7:06 PM
উবুন্টুর ডাউনলোড মেনেজার
....................................................................................................................................
উবুন্টুর ডাউনলোড মেনেজার
উবুন্টুর জন্য কিছু ভালো ডাউনলোড মেনেজার
আছে। যেমন:
DownThemAll
jdownloader
aria2c
wget
ফায়ারফক্সের জন্য চমৎকার একটি ডাউনলোড ম্যানেজার সম্পর্কে। এটার নাম DownThemAll যেটা নিচের বাটনে ক্লিক করে ইন্সটল করুন।
Click Here
ডাউনদেমঅলের চমৎকার কনটেক্স মেনু আছে যা দিয়ে খুবসহজে ফাইল ওপেন, ক্যানসেল, রিমুভ করার কাজ করা যায়। সাথে প্রতিটা ফাইলের আলাদা স্পীড কনট্রোল করার অপশন তো আছেই।
কনটেক্সট মেনু এবং টুলস মেনুতে অপশন কনট্রোল করা সহ সিস্টেম ট্রেতে মিনিমাইজ করার সুবিধা আছে এতে।
একসাথে কতটি ডাউনলোড করবে সেটাও কন্ট্রোল করার সুবিধা আছে।
আর আছে প্রতিটা ফাইল কতটি অংশে বিভক্ত হয়ে ডাউনলোড করবে সেটা ঠিক করার অপশন যা আইডিএম ব্যবহারকারীদের জন্য খুবই দরকারী।
আর আছে ডাউনলোড করা ফাইল রাইপ সেট করার অপশন, ফলে আপনি কোন ফাইল ডাউনদেমঅল দিয়ে ডাউনলোড করবেন তা সহজেই সেট করতে পারবেন।
.......................................................................................................................................
....................................................................................................................................
jdownloader
এটি উইেন্ডাজ, লিনাক্স চলে। উবুন্টুে jdownloader চালানোর জন্য:
ধাপ ১:
টারমিনাল এ এই কমান্ড চালান
sudo add-apt-repository "deb http://archive.canonical.com/ lucidpartner"
sudo add-apt-repository ppa:jd-team/jdownloader
sudo apt-get update
ধাপ ২:
jdownloader ইনস্টল করুন।
ধাপ ৩:
jdownloader(Applications=>Internet=>jdownloader)। first এ একটi উইেন্ডা আসবে এবং কিছু
ডাউনলোড করবে। পরে jdownloader চালু হবে।
ধাপ ৪:
এটিকে ফায়ার ফক্সের সাথে ইট্রেগট করতে ফায়ারফক্সের এডন্স flashgot সেট অাপ দিন, যা আপনি
jdownloader এই পাবেন।
Super Admin
Nazmul Hussain
বাংলা ফন্টে বাংলা এবং ইংরেজী ফন্টে ইংরেজী লিখুন ।
Related Posts
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment