যশোর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সাত্তার বলেন,
দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলো মনে করে একসঙ্গে ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব নয়। আমরা
তাদের দেখিয়ে দেব কিভাবে এটি সম্ভব।
শিক্ষার্থীদের
ভোগান্তি লাঘবে এটি একটি সহজ পদ্ধতি হবে বলে আশা
প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সাত্তার।
শাহজালাল
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে
পরীক্ষামূলকভাবে যুক্ত করা হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে।
২০১৩-১৪
শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঠিক করা
হয়েছে ৩০ নভেম্বর।
আবেদন
প্রক্রিয়া আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। বিস্তারিত
শিগগির বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞতির মাধ্যমে জানানো হবে।
রোববারের
বৈঠকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক
মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মো. ইউনুছ, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন
ও সদস্য সচিব অধ্যাপক শাহ আলম, যশোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুস
সাত্তার, ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনিছুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন
মিজানুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মো. আলম হোসেন প্রমুখ
উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment