Monday, September 9, 2013

হুমায়ূন আহমেদ ও হুমায়ূন আহমেদের সৃষ্টিকর্ম

 


৬৩তম জন্মদিনে নিজের ঘরে হুমায়ূন আহমেদ
জন্ম ১৩ নভেম্বর, ১৯৪৮
কুতুবপুর গ্রাম, কেন্দুয়া, নেত্রকোনা জেলা, বাংলাদেশ
মৃত্যু ১৯ জুলাই, ২০১২ (৬৩ বছর)[১]
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
জীবিকা লেখক, চলচ্চিত্র নির্মাতা
জাতীয়তা বাংলাদেশবাংলাদেশী
জাতি বাঙালি
শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়(পি.এইচ.ডি)
সময়কাল ১৯৭২-২০১২
ধরণ উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, জীবনী, কলাম, গান
উল্লেখযোগ্য রচনা জোছনা ও জননীর গল্প, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার
উল্লেখযোগ্য পুরস্কার বাংলা একাডেমী পদক
একুশে পদক
দম্পতি গুলতেকিন আহমেদ (১৯৭৩-২০০৩)
মেহের আফরোজ শাওন (২০০৫-২০১২)
সন্তান নোভা, শিলা, বিপাশা, নুহাশ, নিষাদ, নিনিত
আত্মীয় মুহম্মদ জাফর ইকবাল (ভাই)
আহসান হাবীব (ভাই)
সুফিয়া হায়দার (বোন)[২]
মমতাজ শহিদ (বোন)[২]
রোকসানা আহমেদ (বোন)[২]

 

গ্রন্থতালিকা

নির্বাচিত উপন্যাস

হিমু সংক্রান্ত উপন্যাস

  • ময়ুরাক্ষী
  • দরজার ওপাশে
  • হিমু
  • হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
  • এবং হিমু
  • পারাপার
  • হিমুর রুপালী রাত্রি
  • একজন হিমু কয়েকটি ঝিঝি পোকা
  • হিমুর দ্বিতীয় প্রহর
  • তোমাদের এই নগরে
  • সে আসে ধীরে
  • আঙ্গুল কাটা জগলু
  • হিমু মামা
  • হিমুর বাবার কথামালা
  • হিমুর নীল জোছনা
  • হিমুর আছে জল
  • হিমু এবং একটি রাশিয়ান পরী
  • হলুদ হিমু কালো র‌্যাব
  • আজ হিমুর বিয়ে
  • হিমু রিমান্ডে
  • হিমুর মধ্যদুপুর
  • চলে যায় বসন্তের দিন
  • হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য
  • হিমু এবং হার্ভার্ড Ph.D.বল্টুভাই

মিসির আলি সংক্রান্ত উপন্যাস

  • দেবী
  • নিশিথিনী
  • "নিষাদ"
  • "অন্যভুবন"
  • বৃহন্নলা
  • ভয়
  • "বিপদ"
  • "অনীশ"
  • মিসির আলির অমিমাংসিত রহস্য
  • "আমি এবং আমরা"
  • "তন্দ্রাবিলাস"
  • "আমিই মিসির আলি"
  • বাঘবন্দী মিসির আলি
  • কহেন কবি কালিদাস
  • "হরতন ইশকাপন"
  • মিসির আলির চশমা (২০০৮)
  • মিসির আলি!আপনি কোথায়? (২০০৯)
  • "মিসির আলি আনসলভ" (২০১০)
  • যখন নামিবে আঁধার (২০১২)

আত্মজীবনী

  • বলপয়েন্ট
  • কাঠপেন্সিল (২০১০)
  • ফাউন্টেইন পেন
  • রংপেনসিল (২০১১)
  • নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ (২০১২)
  • হোটেল গ্রেভার ইন
  • আমার ছেলেবেলা
  • হিজিবিজি (২০১৩)






টিভি নাটক

১৯৮০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জন্য নাটক রচনা শুরু করেন তিনি। এটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
তার অন্যতম ধারাবাহিক নাটক -
  • এইসব দিন রাত্রি
  • বহুব্রীহি
  • কোথাও কেউ নেই
  • নক্ষত্রের রাত
  • অয়োময়
  • আজ রবিবার
  • তারা তিনজন
  • আমরা তিনজন
  • মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম
এদের বেশিরভাগই ১৯৮০ থেকে ১৯৯০ এর দশকে নির্মিত। সাম্প্রতিক সময়ে তিনি বহু প্যাকেজ নাটক নির্মাণ করেছেন।

পুরস্কার

Nazmul Hussain

বাংলা ফন্টে বাংলা এবং ইংরেজী ফন্টে ইংরেজী লিখুন ।

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Nazmul Hussain's Blog.